হোয়াটসাঅ্যাপ এর নুতুন অ্যাপ আনতে চলেছে ফেসবুক । তবে সেটি সকলের জন্য নয়। আইপ্যাড ব্যবহারকারীদের জন্য আলাদা করে অ্যাপ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এমনটাই টুইট করে আভাস দিয়েছে হোয়াটসঅ্যাপের গতিবিধি পর্যবেক্ষণ করা ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফো।
শুধুমাত্র আইপ্যাডের জন্যই এই নতুন অ্যাপ আনা হবে বলে জানানো হয়েছে। ডব্লিউএবিটাইনফো টুইট করে জানিয়েছে, আমাদের জল্পনা সত্যি হয়েছে। আই প্যাডের জন্য নতুন অ্যাপ আনছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএবিটাইনফো টুইটারে এই খবর জানানোর সময়ে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের রেফারেন্সও দিয়েছে। তবে এর বেশি আর কিছুই জানানো হয়নি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ডিলিট মেসেজ করার নতুন ফিচার্স সামনে এনেছে। ভুল করে কাউকে বা কোনও গ্রুপে মেসেজ পাঠিয়ে ফেললে তা চাইছে ব্যবহারকারী মুছে ফেলতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে গ্রুপ ভয়েস কল করেও কথা বলা যাবে বলে গত অক্টোবরে জানানো হয়েছে।
অন্য কিছু জানতে : : চাকুরীর খবর :: টেকনোলোজিক্যাল নিউজ :: ছাত্রসংবাদ::