ফেসবুক সুরক্ষা : বর্তমানে সবচাইতে জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম হলো ফেইসবুক। তাই এখানে এখানে হ্যাকার দের ভিড় খুব বেশি , শুধু তাই নয় ব্যবহারকারীর পাসওয়ার্ড মনে রাখাও একটি চিন্তার বিষয়। এই সমস্ত কিছু কথা মাথায় রেখে ফেইসবুক নিয়েও আসতে চলছে নুতুন প্রযুক্তি। পাসওয়ার্ড মনে রাখারও ঝক্কি থেকে নিষ্কৃতি দিতে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নয়া পদক্ষেপ করতে চলেছে সংস্থা। পাসওয়ার্ডের বদলে এবার ফেস রেকগনিশন প্রযুক্তি নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে তারা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হ্যাকারদের দৌরাত্ম্যের মধ্যে পাসওয়ার্ড আর সুরক্ষিত নয়। তাই প্রতিদিন নতুন পদ্ধতির চেষ্টা চালাচ্ছেন প্রযুক্তিবিদরা। কেউ বায়োমেট্রিক আঙুলের ছাপকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কেউ আবার ব্যবহার করছে ফেস রেকগনিশন। সেই পথে হাঁটার পরিকল্পনা করছে ফেসবুকও।নতুন প্রযুক্তি চালু হলেও পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প বরাবরের মতো চালু থাকবে বলে জানিয়ে সংস্থা। ২০১৮-র মার্চে চালু হতে পারে নতুন এই প্রযুক্তি।
অন্য কিছু জানতে : : চাকুরীর খবর :: টেকনোলোজিক্যাল নিউজ ::