রাজ্যজুড়ে কৃষি দপ্তরের একাধিক শূন্যপদে নিয়োগ । জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পের জন্য একাধিক শূন্যপদে নিয়োগ করবে কৃষি দপ্তর। মোট ৩৯টি শূন্যপদে হবে নিয়োগ। স্টেট কনসালট্যান্ট, স্টেট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট সহ একাধিক পদে হবে নিয়োগ। এক বছরের চুক্তি থাকবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষদিন ২৯ ডিসেম্বর।
পদের নাম – স্টেট কনসালট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : এগ্রিকালচারে বেসিক ডিগ্রি। এছাড়া অ্যাগ্রোনমি/ এগ্রিকালচার এক্সটেনশন/ সয়েল সায়েন্স / প্ল্যান্ট ব্রিডিং / প্ল্যান্ট প্রোটেকশন-এ ডক্টরেট
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিভাগে ৫ বছরের অভিজ্ঞতা। ডাটা অ্যানালাইজ়, প্রজেক্ট প্ল্যান, রিপোর্ট রাইটিং-এ অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৬৩ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : মাসে ৫০.০০০ টাকা
পদের নাম – স্টেট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : এগ্রিকালচারে বেসিক ডিগ্রি। এছাড়া অ্যাগ্রোনমি/ এগ্রিকালচার এক্সটেনশন/ সয়েল সায়েন্স / প্ল্যান্ট ব্রিডিং / প্ল্যান্ট প্রোটেকশন-এ স্নাতকোত্তর আবেদন করতে ক্লিক করুন
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে দক্ষতা। বাংলা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৬৩ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : মাসে ২৫,০০০ টাকাপদের নাম – ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট আবেদন করতে ক্লিক করুন
শিক্ষাগত যোগ্যতা : এগ্রিকালচারে বেসিক ডিগ্রি। এছাড়া অ্যাগ্রোনমি/ এগ্রিকালচার এক্সটেনশন/ সয়েল সায়েন্স / প্ল্যান্ট ব্রিডিং / প্ল্যান্ট প্রোটেকশন-এ স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা : নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে । বাংলা লেখা ও পড়ার যোগ্যতা থাকতে হবে
বয়স : সর্বোচ্চ ৬৩ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : মাসে ৩০,০০০ টাকাপদের নাম – ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : এগ্রিকালচারে বেসিক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার স্কিল। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৬৩ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : ২০ হাজার টাকাপদের নাম – অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : কমার্সে স্নাতক
অন্যান্য যোগ্যতা : ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে সার্টিফিকেট কোর্স সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৪৫ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : মাসে ১৬ হাজার টাকা
পদের নাম – ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ স্নাতক
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৪৫ (০১.০১.২০১৮ পর্যন্ত)
বেতন : মাসে ১১ হাজার টাকা
অন্য কিছু জানতে : : চাকুরীর খবর :: টেকনোলোজিক্যাল নিউজ :: ছাত্রসংবাদ::
N.B:IACT AMLASULI is a job portal which provides first-hand basic info of various recruitment going all over India. Job seekers are requested to go through the official website of the company/department for complete details & application process. Candidates should carefully read the official notification for detail information, regarding age limit, educational qualification, selection process, how to apply about AGRICULTURAL Recruitment 2017.