প্রশাসনিক কাজে বারবার আমজনতাকে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফের একবার এমনই সুযোগ পেতে চলেছেন জনসাধারণ৷ তবে এই কাজে অংশগ্রহণের জন্য কোথাও যেতে হবে না৷ বাড়িতে বসেই প্রশাসনিক কাজে অংশগ্রহণ করে ৫০ হাজার টাকা পর্যন্ত জিততে পারেন আপনিও৷
কিভাবে?
কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য ভারতনেট নামে একটি প্রোজেক্ট শুরু করেছে৷ এর মাধ্যমে ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত করতে হবে বলে জানা গিয়েছে৷ আর এই প্রোজেক্টের জন্যই কাজ করতে পারেন আপনি৷
ফেসবুক প্রোফাইল পিকচারে লাইক বাড়ানোর অভিনব কৌশল
কি করতে হবে?
যদি ডিজাইনিংয়ে আপনি দক্ষ তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন৷ এই ভারতনেট প্রোজেক্টের জন্য নতুন লোগো প্রয়োজন মোদী সরকারের৷ আর এই কাজে জনসাধারণকে যুক্ত করতে চায় সরকার৷ তাই এই লোগো তৈরি করে অনলাইনে তা জমা করতে হবে৷ তবে এটি তৈরির আগে এই সংক্রান্ত নিয়ম এবং শর্তে অবশ্যই চোখ বুলিয়ে নিতে হবে৷ Official Website –Click Here
নিয়মাবলী পড়তে এখানে ক্লিক করুন
কি পাবেন?
যদি আপনার লোগো সবথেকে ভালো হয় তাহলে আপনি জিতে যেতে পারেন ৫০,০০০ টাকা৷ এরইসঙ্গে ভালো লোগোর জন্য আরও ৫ জন পাবে ১০ হাজার টাকা করে৷
বিস্তরিত জানতে এখানে ক্লিক করুন
———————————————————————————————————————————————————————-
অন্য কিছু জানতে : : চাকুরীর খবর :: টেকনোলোজিক্যাল নিউজ :: ছাত্রসংবাদ::
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক , কমেন্ট এবং শেয়ার করুন………………