You are currently viewing বাড়িতে বসে এই কাজ করলেই কেন্দ্র সরকার দেবে ৫০,০০০টাকা

বাড়িতে বসে এই কাজ করলেই কেন্দ্র সরকার দেবে ৫০,০০০টাকা

প্রশাসনিক কাজে বারবার আমজনতাকে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফের একবার এমনই সুযোগ পেতে চলেছেন জনসাধারণ৷ তবে এই কাজে অংশগ্রহণের জন্য কোথাও যেতে হবে না৷ বাড়িতে বসেই প্রশাসনিক কাজে অংশগ্রহণ করে ৫০ হাজার টাকা পর্যন্ত জিততে পারেন আপনিও৷

কিভাবে?
কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য ভারতনেট নামে একটি প্রোজেক্ট শুরু করেছে৷ এর মাধ্যমে ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত করতে হবে বলে জানা গিয়েছে৷ আর এই প্রোজেক্টের জন্যই কাজ করতে পারেন আপনি৷

ফেসবুক প্রোফাইল পিকচারে লাইক বাড়ানোর অভিনব কৌশল

কি করতে হবে?
যদি ডিজাইনিংয়ে আপনি দক্ষ তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন৷ এই ভারতনেট প্রোজেক্টের জন্য নতুন লোগো প্রয়োজন মোদী সরকারের৷ আর এই কাজে জনসাধারণকে যুক্ত করতে চায় সরকার৷ তাই এই লোগো তৈরি করে অনলাইনে তা জমা করতে হবে৷ তবে এটি তৈরির আগে এই সংক্রান্ত নিয়ম এবং শর্তে অবশ্যই চোখ বুলিয়ে নিতে হবে৷ Official Website –Click Here

নিয়মাবলী পড়তে এখানে ক্লিক করুন

কি পাবেন?
যদি আপনার লোগো সবথেকে ভালো হয় তাহলে আপনি জিতে যেতে পারেন ৫০,০০০ টাকা৷ এরইসঙ্গে ভালো লোগোর জন্য আরও ৫ জন পাবে ১০ হাজার টাকা করে৷

বিস্তরিত জানতে এখানে ক্লিক করুন

———————————————————————————————————————————————————————-

অন্য কিছু জানতে : :  চাকুরীর খবর  ::  টেকনোলোজিক্যাল নিউজ  :: ছাত্রসংবাদ::

 আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক , কমেন্ট এবং শেয়ার করুন………………