You are currently viewing ওয়েব ব্রাউজার স্লো হয়ে গেলে কি করবেন?

ওয়েব ব্রাউজার স্লো হয়ে গেলে কি করবেন?

Speed up Web Browser:

প্রযুক্তির এই যুগে হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার ছাড়া আমদের চলেই না। সাথে সাথেই অবধারিতভাবে এসে যায় ওয়েব ব্রাউজারের কথা। মজিলা, ক্রোম, ইউসি ইত্যাদি নানা রকমের ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি। কিন্তু বিড়ম্বনার শিকার হই, যখন ব্রাউজারগুলো স্লো হয়ে যায়। আজ কিছু ট্রিকস দেয়া হল যার সাহায্যে আমাদের ব্রাউজার গতিশীল রাখতে পারি।

speed up web beowser
Increase Web Browser Speed

১) অপ্রয়োজনীয় অ্যাপ দূর করে দেয়াঃ
আমাদের কম্পিউটার কিংবা মোবাইলে এমন অনেক অপ্রয়োজনীয় অ্যাপ রয়েছে যা আমাদের কোন কাজে লাগে না কিন্তু দিনের পর দিন এগুলো একটি নির্দিষ্ট পরিমানের জায়গা দখল করে রাখে। এর কারণে স্লো হয়ে যায় ব্রাউজার। এই অপ্রয়োজনীয় অ্যাপগুলো আমাদের সরিয়ে ফেলতে হবে।

২) ক্যাশে এবং কুকিজগুলো ক্লিয়ার করে ফেলুনঃ
আপনি যখন কোন কিছু ব্রাউজ করতে যান, তখন আপনার ব্রাউজার ডিস্ক সচল রাখবার জন্য ক্যাশে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে ব্রাউজিং করতে গেলেও তাদের অস্তিত্ব বিদ্যমান থাকে, যা আসলে কোন দরকার নেই। এই অপ্রয়োজনীয় ক্যাশে ও কুকিজগুলো সরিয়ে ফেলুন।

৩) ব্রাউজার আনইন্সটল করে রি-ইন্সটল করুনঃ
অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে দেয়ার পরও মাঝে মাঝে আপনার ব্রাউজার স্লো হয়ে যেতে পারে। তখন কি করবেন? আপনি যে ব্রাউজারটি ব্যবহার করেন, তা আনইন্সটল করে আবার নতুন করে রি ইন্সটল করুন। তাহলে দেখবেন এটি আবার আগের গতি ফিরে পেয়েছে।

এছাড়াও নতুনভাবে উইন্ডোজ সেট আপ, ট্যাব ম্যানেজ, অ্যাড ব্লকার, অ্যাড অনস ইত্যাদি ব্যবহার করে আপনি আপনার ব্রাউজারকে সচল রাখতে পারেন।